SLST Bengali Syllabus 2022 | WBSSC বাংলা ক্লাস 9, 10, 11, 12

WB SLST Bengali Syllabus 2022: West Bengal SSC 2nd SLST Bengali Exam Official Syllabus 2022 to be published soon. Here in this post, we have discussed Question Papers, Model Question Papers, Practice Test Set for WBSSC Bangla Assistant Teacher Recruitment Exam 2022 for 2nd SLST.

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2nd SLST 2022 পরীক্ষার আপডেট ও মেটেরিয়াল এর জন্য ফেসবুক Study গ্রুপে জয়েন করুন (Click to Join).

WBSSC SSC SLST Bangla Syllabus 2022

Class 9 – 10 Syllabus:

পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন:

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য {প্রথম ভাষা নবম ও দশম শ্রেণীর} সাহিত্য সম্ভার {দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণি} প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি অবলম্বনে রচিত হবে। 

A) প্রশ্নেরবিষয় : লেখক পরিচয় বিষয়বস্তু চরিত্র রসবিচার।

B) উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা ভাষা নির্ভর প্রশ্ন।  

সাহিত্যের ইতিহাস:

 ক) প্রাচীন ও মধ্যযুগ

 • চর্যাপদ 
 • শ্রীকৃষ্ণকীর্তন
 • চন্ডীদাস ও বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দদাস
 • মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষেমানন্দ ঘনরাম চক্রবর্তী
 • কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশীরাম দাস
 • বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ 
 • আলাওল দৌলত কাজী
 • রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য

খ) আধুনিক যুগ 

বিষয় উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব আলোচনা করো:

গদ্যসাহিত্য : বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। 

কাব্যসাহিত্য : মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্,ত বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। 

কথাসাহিত্য : বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর মানিক বন্দোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুড়ী সমরেশ বসুর 

নাটক : মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর। 

গ) বাংলা সাহিত্য (নতুন দিগন্ত):

ভারতীয় সাহিত্য : কালিদাস, শূদ্রক, কোভিদ, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় টেন্ডুলকার, গোপীনাথ মহান্তি, আইয়াপ্পা পানিকর।

আন্তর্জাতিক সাহিত্য : শেক্সপিয়র, টলস্টয়, চেকভ, মাপসা, গ্যোয়েট, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া, মার্কেট ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে ,টি এস এলিয়ট। 

ইংরেজি থেকে বাংলায় অনুবাদ

ব্যাকরণ:

 • ধনী- বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা 
 • ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তন এর বিভিন্ন রীতি 
 • সন্ধি .

শব্দগঠন : উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয়

বাংলা শব্দ ভান্ডার

শব্দ ও পদ : বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তারিত আলোচনা

কারক ও অকারক সম্পর্ক : শ্রেণীবিভাগ বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারক এর শ্রেণীবিভাগ

সমাস : পরিভাষা ও তাদের ব্যাখ্যা শ্রেণীবিভাগ 

বাক্য :

 • বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি।
 • উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা
 • উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা
 • বিশেষ্য খন্ড ক্রিয়া বিশেষণ খন্ড খন্ড
 • বাক্যের গঠন গত ও অর্থগত শ্রেণীবিভাগ। 
 • বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে। 

বাচ্য : শ্রেণীবিভাগ বাচ্য পরিবর্তন.

Class 11 – 12 Syllabus:

slst bangla syllabus for class XI XII download 2022 2nd
slst bengali class 9 10 teacher syllabus

Important Links

SLST বাংলা ক্লাস ৯ , ১০ এর সিলেবাস (Graduate Teacher)Download
SLST বাংলা ক্লাস ১১ , ১২ এর সিলেবাস (PG Teacher)Download
Facebook Group for 2nd SLST Preparation 2022Join Now
SLST 2022 NotificationClick Here
SLST Syllabus {All Subject}Click Here
SLST Previous Question Paper {All Subject}Click Here

How to Download WBSSC SLST Syllabus Online?

 1. At first click on the link.
 2. Right click on the PDF file.
 3. Click on “Save As PDF“.
 4. The PDF file will be downloaded in your mobile / computer.

Please Note: The syllabus of SLST Bengali 2022 Exam has been derived from 1st SLST 2016 Official Syllabus. New syllabus will be published soon by the West Bengal SSC Department.

Best Of Luck!!

Leave a Comment

error: