পশ্চিমবঙ্গ সরকার আশা কর্মী পদের জন্য নিয়োগ ২০২4 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিশদ বিবরণ জানতে চান, যেমন বেতন, ফর্ম, যোগ্যতার মানদণ্ড, শূন্যপদ, কোথায় আবেদন ফর্ম PDF ডাউনলোড করতে হবে, আমরা এই সমস্ত তথ্য নীচে দিয়েছি। 6 জুন একটি বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি 25000 আশা কর্মী নিয়োগ করবেন খুব শীঘ্রই। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন আবেদনপত্র জমা করতে হলে প্রার্থী প্রার্থীকে বিবাহিত বিধবা এবং আইনত বিবাহ বিচ্ছিন্ন হতে হবে। যারা যারা আশা কর্মী পদের জন্য আবেদনপত্র জমা করতে চাইছে তাদের বয়স 30 থেকে 40 এর মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতি রা 22 বছর বয়সেই আবেদনপত্র জমা করতে পারবে।
READ – আশা কর্মী ফর্ম 2024 PDF | Asha Karmi Application Form Download
Asha Karmi Recruitment 2024
The government’s ambitious plan to enhance healthcare in rural India kicks off with Asha Karmi Recruitment 2024. Aimed at bolstering the role of Accredited Social Health Activists (ASHAs), the initiative aims to Asha Karmi Recruitment dedicated and compassionate individuals to serve as frontline health workers. ASHAs play a crucial role in bridging the healthcare gap in remote areas, promoting maternal and child health, and spreading awareness about disease prevention. With this Asha Karmi Recruitment drive, the government aims to strengthen healthcare services and empower local communities in their fight against health challenges. Applications are open, offering an opportunity for change-makers to transform lives.
আশা কর্মী Application Form 2024
Post Name | Asha Kormi |
Department | Health And Family Welfare |
Application Mode | Offline |
Total Vacancies | 225 Post |
Type of Job | State Govt Jobs |
Location of Job | West Bengal |
District | All Districts in West Bengal |
Apply From | B.D.O Offcie |
Starting date of Application | 4th March |
Last Date of application Submission | 24th March 2024 |
আশা কর্মী নিয়োগের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- প্রথমে আমরা তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ আশা কর্মী পদের জন্য আবেদনপত্র জমা করতে গেলে ডিপার্টমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইজ লিমিট কি রেখেছেন ?
যারা আবেদনপত্র জমা দিচ্ছেন তাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া এই পদের জন্য বিধবা, ডিভোর্সি মহিলারাও আবেদনপত্র জমা করতে পারবে।
- তোমরা যারা আবেদনপত্র জমা করেছো তাদের সর্বপ্রথম জানা দরকার কত পদের জন্য তোমরা আবেদনপত্র জমা করতে পারছো ?
বিভাগটি এই বছর 225টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা যদি আবেদনপত্র জমা করতে চাও এখনও পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবে।
- অনেকেই আমাদের কাছে জানতে চাই আশা কর্মীদের বেতন কিরকম ?
আপনার প্রথম যে জিনিসটি জানতে হবে তা হল আশা কর্মীদের প্রারম্ভিক বেতন হল 6000 টাকা।
- আশা কর্মী পদের জন্য কত বয়সী মহিলার আবেদনপত্র জমা করতে পারবে ?
যারা আশা স্টাফ পদে আবেদন করতে চান তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- আবেদন পত্র কিভাবে জমা করবেন তার বিস্তারিত তথ্য আমরা নিচে প্রদান করলাম:
অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা সরাসরি দিয়ে দিচ্ছি (Click Here) . যারা এখনো পর্যন্ত অফিশিয়াল নোটিশটি ভালো করে জানো না তাদের জন্য আমরা এখানে অফিশিয়াল রিক্রুটমেন্ট এর লিংক দিয়ে দিলাম- Click Here {Download PDF}. তোমরা যারা আবেদনপত্র জমা করতে চাইছে তাদের আবেদনপত্র জমা নেওয়া হবে 9 মার্চ থেকে 24 শে মার্চ পর্যন্ত. এই আবেদনপত্র B.D.O এবং BMOH অফিস থেকে পাওয়া যাবে।
তোমরা যারা আশা কর্মী পদের জন্য আবেদনপত্র জমা করেছ তারা পরীক্ষার স্টাডি মেটেরিয়াল পেতে নিচে দেওয়া লিংকে ক্লিক করো-
Reasoning Aptitude | Click Here |
General Knowledge MCQ | Click Here |
General English | Click Here |
Arithmetic Aptitude | Click Here |
আশা কর্মী পদের জন্য তোমরা যখন ফরম ফিলাপ করবে তখন অবশ্যই নিচে দেওয়া বিষয়গুলি স্পষ্ট করে লিখবে-
- Applicant name,
- Block Name,
- Address,
- Applicant name,
- Date of birth,
- Educational Qualification Details,
- Caste Certificate
- Age as on prescribed date,
- Residential Certificate
Also Check- JAC 11th Class Result 2024
Important Notice of Asha Kormi Recruitment 2024 Notification
Title | Description | Start Date | End Date | File |
Applications Are Invited From The Retired Govt. employees For Engagement On Contractual Basis For The purpose of Acquisition of Land for Economic corridor project (NH- 116A)in the District of Murshidabad | Office of The District Magistrate & Collector ,Land Acquisition Section | 23/05/2022 | 03/06/2022 | View |
Engagement of staff for One Stop Centre in Murshidabad District | Office of The District Magistrate & Collector Murshidabad | 10/05/2022 | 31/05/2022 | View |
Notification_GDMO_NHM_Selection_Msd | Office of The Chief Medical Officer of Health Murshidabad | 10/05/2022 | 30/06/2022 | View |
Notice Inviting e-Tender | Office of the District Magistrate, Samagra Shiksha Mission, Murshidabad | 11/03/2022 | 11/09/2022 | View |
Advertisement for a walk-ln-lnterview | Office of the Sub-Divisional Officer, Lalbagh, Murshidabad | 10/03/2022 | 10/09/2022 | View |
MDM Notification memo no 2349(60)/Bel-II/EN dated 11.08.2021 | Office Of The Block Development Officer Beldanga II Development Block | 25/02/2022 | 24/06/2022 | View |
General instructions for conduction of written examination in connection with contractual recruitment for the post of Data Entry Operators under Food & Supplies Department ,Murshidabad District | District Controller, Food & Supplies,Murshidabad | 04/01/2022 | 31/07/2022 | View |
ASHA notification, annexure-I and annexure-II under Burwan Block | Office of the Subdivisional Officer, Kandi, Murshidabad | 03/01/2022 | 03/07/2022 | View |
ASHA notification, annexure-I and annexure-II under Khargram Block | Office of the Subdivisional Officer, Kandi, Murshidabad | 03/01/2022 | 03/07/2022 | View |
ASHA notification, annexure-I and annexure-II under Bharatpur-II Block | Office of the Subdivisional Officer, Kandi, Murshidabad | 03/01/2022 | 03/07/2022 | View |
ASHA notification, annexure-I and annexure-II under Bharatpur-I Block | Office of the Subdivisional Officer, Kandi, Murshidabad | 03/01/2022 | 03/07/2022 | View |
ASHA notification, annexure-I and annexure-II under Kandi Block | Office of the Subdivisional Officer, Kandi, Murshidabad | 03/01/2022 | 03/07/2022 | View |
সরকারি রিক্রুটমেন্ট সংক্রান্ত বিস্তারিত তত্ত্ব জানতে নিয়মিত যোগাযোগ করুন www.jobsandhan.com.
FAQs
1) What is Asha Karmi Recruitment?
Asha Karmi Recruitment refers to the process of hiring individuals as Asha Workers or Accredited Social Health Activists (ASHAs) in India. ASHAs are community health workers who play a crucial role in providing primary healthcare services at the grassroots level. They act as a bridge between the community and the public health system, helping to promote health awareness, maternal and child health, and disease prevention.Add image
2) How does the role of Asha Karmis impact healthcare in rural areas?
The role of Asha Karmis has a significant impact on healthcare in rural areas of India. Their presence and efforts have led to improved health awareness, increased utilization of healthcare services, better maternal and child health outcomes, and reduced mortality rates. They play a vital role in connecting the community with the healthcare system, making healthcare more accessible and effective in remote and underserved areas.
3) How are Asha Karmis selected?
The selection process for Asha Karmis is typically carried out by the local health authorities or the State Health Department. The recruitment process may involve a written examination, interviews, or a combination of both. Shortlisted candidates are often chosen based on their educational qualifications, communication skills, and knowledge of healthcare practices.