Madhyamik 2022 Physical Science MCQ Questions Answers Download PDF here in Bengali Language. We have given here West Bengal Madhyamik Physical Science Model Mock Questions Answers for 20 questions. The sample Multiple Choice Objective Questions for the WBBSE Madhyamik 2022 upcoming exam will help the students a lot. You can download the Madhyamik Physical Science Mock Test from the article below in PDF format.
Latest Update on 14th March 2022- মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের জন্য সাজেশন চাইছিলে তাদের জন্য আমরা পূর্ববর্তী বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র নিয়ে সাজেশনটি তৈরি করেছি তোমরা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো.
Madhyamik Examination Last Time Final Suggestion 2022
Madhyamik Bengali Suggestion 2022 | Click Here |
Madhyamik English MCQ Suggestion 2022 | Click Here |
Madhyamik Geography MCQ Suggestion 2022 | Click Here |
Madhyamik Geography Suggestion 2022 | Click Here |
Madhyamik History MCQ Suggestion 2022 | Click Here |
Madhyamik Life Science MCQ Suggestion 2022 | Click Here |
Madhyamik History Suggestion 2022 | Click Here |
Madhyamik Life Science Suggestion 2022 | Click Here |
Madhyamik Physical Science Suggestion 2022 | Click Here |
Also Download Madhyamik Physical Science Suggestion 2022.
West Bengal Madhyamik Physical Science MCQ 2022 Practice mock test Set
Each Question has 4 possible solutions. But only one of them is right. You need to mark the right answer.
১) বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে –
A) উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
B) নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
C) নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়
D) উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়
২) বয়েলের সূত্রে ধ্রুবক হলো –
A) শুধুমাত্র গ্যাসের ভর
B) শুধুমাত্র গ্যাসের তাপমাত্রা
C) গ্যাসের ভর ও চাপ
D) গ্যাসের ভর ও উষ্ণতা
৩) তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রার ম্যান ঋণাত্মক হওয়া সম্ভব নয় ?
A) সেলসিয়াস স্কেল
B) ফারেনহাইট স্কেল
C) পরম স্কেল
D) a,b,c তিনটিই
৪) পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো –
A) 0 K
B) 273 K
C) 373 K
D) 173 K
৫) ঘরের তাপমাত্রার 76 cm পারদ চাপে কোনো নিদ্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 L | তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 38 cm পারদ চাপে ওই গ্যাসের আয়তন হবে –
A) 1.5 L
B) 2 L
C) 3 L
D) 4 L
৬) বয়েলের সূত্রের Pv=p লেখচিত্রের প্রকৃতি হলো –
A) সরলরেখা
B) বৃত্ত
C) সমপরাবৃত্ত
D) কোনোটিই নয়
৭) 84 gn2 = কত mol N 2 ?
A) 1
B) 2
C) 3
D) 4
৮) ধাতব পরিবাহীতে তড়িতের বাহক –
A) কক্ষীয় ও ইলেকট্রন
B) ইলেকট্রন ও আয়ন
C) মুক্ত ইলেকট্রন
D) আয়ন
৯) সবচে সুপরিবারি ধাতু হলো –
A) সোনা
B) রুপা
C) অ্যালুমিনিয়াম
D) তামা
১০) লাইভ তারের রং –
A) লাল
B) কালো
C) সবুজ
D) নীল
১১) তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধযক্ত –
A) রাশ পায়
B) বৃদ্ধি পায়
C) প্রথমে বাড়ে ও পরে কমে
D) প্রথমে কমে ও পরে বাড়ে
১২) পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে তাপমাত্রা দ্বিগুন করলে উৎপন্ন তাপ হবে ?
A) দ্বিগুন
B) চারগুন
C) ছয়গুন
D) আতগুন
১৩) ফুউজ তার কোন ধাতুর তৈরী ?
A) টিন
B) সিসা
C) টিন ও সিসার সংকর ধাতু
D) তামা ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু
১৪) রোদ্ধাঙ্কের ম্যান সবচেয়ে কম –
A) ধাতুর ক্ষেত্রে
B) অন্তরকের ক্ষেত্রে
C) অর্ধপরিবাহীর ক্ষেত্রে
D) অতিপরিবাহীর ক্ষেত্রে
১৫) দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত । বিভবপ্রভেদ দ্বিগুন করলে কোনো রোধে উৎপন্নের হার হবে ?
A) দ্বিগুন
B) চারগুন
C) অর্ধেক
D) আটগুণ
১৬) রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে –
A) বিভবপ্রভেদ
B) ব্যয়িত ক্ষমতা
C) তড়িৎপ্রবাহ
D) কোনোটিই নয়
১৭) একটি LED ল্যাম্পের জীবনকাল প্রায় –
A) 100 h
B) 1000 h
C) 10,000 h
D) 30,000 h
১৮) তড়িৎ চালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ ?
A) বল
B) ভরবেগ
C) তরণ
D) শক্তি
১৯) নিচের কোনটির রোদ্ধাঙ্ক সবচেয়ে কম ?
A) সোনা
B) রুপা
C) তামা
D) অ্যালুমিনিয়াম
২০) উচ্চ বিভবের ac কে নিম্নবিভবের ac করা যায় কিসের সাহায্যে ?
A) কনভার্টার
B) একমুখিকারক
C) স্টেপ – আপ ট্রান্সফরমার
D) স্টেপ ডাউন ট্রান্সফরমার
For more WB Madhyamik Pariksha 2022 Physical Science MCQ Questions Answers (Solved) Chapter wise, keep visiting www.jobsandhan.com.
এবছর পরীক্ষার সমস্ত ছাত্র-ছাত্রীদের আমাদের টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে !!